Home শিল্প সাহিত্য জাকারিয়ার  লেখা প্রথম কবিতা” সকাল “

জাকারিয়ার  লেখা প্রথম কবিতা” সকাল “

31
0

জাকারিয়ার  লেখা প্রথম কবিতা
কবিতার নামঃ” সকাল “

তিমির চলে গেছে বহুদূরে।
আলো নেমেছে এই ধরনীর তরে।
সূর্য ফেলেছে আলো ভূতলে।
ঘুম ভেঙে যায় পাখির স্বননে।
রাস্তা,পাহাড়,বন,উপবন ও মাঠ
নীলে ভরে আছে আকাশ বিরাট।
শুরু হয় রাখালের বাশির সুর।
তিমির চলে গেছে বহুদূর।
কোলাহল-কলরব
ডাকিতেছে পাখিসব
আলো ধরনীর সুধু মৃধু কলগান।
আমরা মানুষ সবাই সমান
সূর্য উঠেছে ওই গগনের মাঝে।
সবাই ছুটে চলেছে নিজেদের কাজে
বাউল ধরেছে তাহার গানের সুর
তিমির চলে গেছে বহুদূর
জাল ফেলে জেলে
গান গায় চাষা
কৃষক মাঠে চালাইছে হাল
ফিরে এসেছে দেখো নতুন সকাল

তুচ্ছ নয় রক্তদান বাঁচাতে পারে একটি প্রান

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here