প্রেমিক চোঁখে মোঃ আসিফ ইকবাল
প্রেমিক চোঁখে
মোঃ আসিফ ইকবাল
তব আঁখি পানে, মেলিয়া মোর চোখ,
বিভোর নয়নে, পড়ে না পলক ।
তব ঠোঁট পানে গোলাপের রঙ মাখা ,
সদ্য ফুটন্ত পূষ্প পল্লব শাখা।
কথার এমন মিষ্টি সুরে কোকিলের ঈর্ষা,
চাঁদের যেন ঈর্ষা জাগে দেখে তার ফর্সা।
চাহুনিতে নিরবতা লাগে লজ্জার ঢেউ,
লজ্জাবতীর পাতায় যেন ছুঁয়ে দিলো কেউ।
আস্তে করে বলে গেলে মিষ্টি কোন কথা,
ভেবে ভেবে কাটে সময়,ভাবতে থাকি তথা।
রূপকথার জোৎস্না রাতে অবাক চোখের ঘোর,
মেঘলা দিনে দেখলে তাকে জাগে ঊষার ভোর।
হৃদয় পুরে তার ছোঁয়াতে লাগলে প্রেমের আঁচ,
হাতে হাতে হাঁটব দূরে ভাঙবে সকল লাজ।