লায়ন্স এবং লিও ক্লাব চিটাগাং লিবার্টির উদ্যোগে পথশিশুদের মাঝে শিক্ষা উপকরণ, মাস্ক, খাদ্য বিতরণ কর্মসূচি।
সীতাকুন্ড প্রতিনিধি
লায়ন্স এবং লিও ক্লাব অব চিটাগাং লিবার্টির অক্টোবর সার্ভিস পরিষেবা কর্মসূচির উদ্যোগে ই- স্কুল চট্রগ্রাম রেলওয়ে স্টেশন, নতুন বাজার সকাল ১১ টায় শিক্ষামূলক উপকরণ, খাদ্য এবং মাস্ক বিতরণ সুবিধাবঞ্চিত ও পথশিশুদের মধ্যে সম্পূর্ণ করা হয়েছে।
উক্ত অনুষ্টানে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব চিটাগাং লিবার্টি আয়োজিত সহযোগিতায় লিও ক্লাব অব চট্টগ্রাম লিবার্টির বিশেষ অতিথি ক্লাবের সভাপতি লায়ন শেখ মোঃ সামিদুল হক, সেক্রেটারি লায়ন কাজী আশেক ই ওয়াহেদ, যুগ্ম সম্পাদক সিংহ মোঃ আনোয়ার হোসেন, কোষাধ্যক্ষ ও স্পনসর লায়ন এমডি আফসার উদ্দিন, আরডি আরাফাত এলাহী, জেডডি ইয়াকুব খান, সভাপতি লিও জিল্লুর রহমান শিবলী, সহ-সভাপতি লিও শাদাত হোসেন, ইভেন্ট কো-অর্ডিনেটর মনোয়ার পারভেজ, তথ্য প্রযুক্তি কর্মকর্তা লিও শুভ্র দেভ, সিনিয়র সদস্য লিও ইয়াসিন সানিম, ই-স্কুল উপদেষ্টা ইকবাল ইবনে মালেক স্কুল কমিটি ও শিক্ষকবৃন্দ।