মানবতার আরেক নাম সাতক্ষীরা ব্লাড ব্যাংক
সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃ একরামুল হক
সাতক্ষীরা ব্লাড ব্যাংক শুধু রক্তদানে থেমে নেই, সব সময় মানবতার পাশে আছে সাতক্ষীরা ব্লাড ব্যাংকের এক ঝাঁক তরুন- তরুণী সেচ্ছাসেবক। এক অসহায় মায়ের অপারেশনের জন্য পথচারী বা দোকান থেকে টাকা কালেকশন করে শহরের খুলনা রোডমোড়, বাস টার্মিনাল, নিউমার্কেট মোড় সহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান।
অসহায় এই বৃদ্ধা মহিলার নাম ফেলী। স্বামী মৃত বৈরাগী আশাশুনি উপজেলার চম্পাফুল ইউনিয়নের রাজাপুর গ্রামে বাড়ি। একটা মাত্র মেয়ে সেটাও বিয়ে হয়ে গেছে। তিনি বর্তমানে অন্যের পরিবারে আশ্রিত হিসেবে আছেন। উনি রোড এক্সিডেন্টে পায়ে এবং হাতে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়ে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি নিজের চিকিৎসা করানো তার পক্ষে সম্ভব না।
ঠিক সেই চরম মুহূর্তে মানবতার জন্য নিবেদিত এক ঝাঁক তরুণ-তরুণী নিজ দায়িত্বে উনার অপারেশন এর জন্য সাতক্ষীরা ব্লাড ব্যাংকের সেচ্ছাসেবীগণ বিভিন্ন জায়গা থেকে ৬,৪২০/- টাকা সংগ্রহ করে পৌঁছে দিয়েছে। উনি বর্তমানে সাতক্ষীরা সদর হাসপাতালের ৩নং ওয়ার্ডের ২নং বেডে ভর্তি আছে। আগামীকাল সকাল ১০টায় (২৮/০৯/২০২০) উনার অপারেশন সবার কাছে অসহায় মায়ের জন্য দোয়া চেয়েছে সাতক্ষীরা ব্লাড বাংকের গর্বিত সদস্যরা। আর সেই সাথে সবার সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার অনুরোধ করেন।