জনসেবা যুব কল্যাণে আমরা সংগঠনের উদ্যোগে বিভিন্ন কর্মসংস্থান মূলক প্রশিক্ষণ কর্মসূচি পালন।
চট্রগ্রামে সীতাকুন্ড উপজেলার বিভিন্ন এলাকার করোনা কালীন সময়ে চাকুরী হারিয়ে বেকার হয়ে পড়া এবং বেকার থাকা সকল নারী/পুরুষদের জন্য বিভিন্ন কর্মসংস্থান মূলক প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে। #জনসেবা_যুব_কল্যাণে_আমরা সংগঠনের উদ্যোগে বেকার নারী/পুরুষের কর্মসংস্থানের কথা চিন্তা করে বিভিন্ন কর্মসংস্থান মূলক প্রশিক্ষণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। প্রশিক্ষণ সমূহ হলো:
১) সেলাই মেশিন প্রশিক্ষণ-Sewing Machine Training,
২) কার ড্রাইভিং প্রশিক্ষণ-Car driving Training,
৩) রেফ্রিজারেটর সার্ভিসিং প্রশিক্ষণ-Refrigerator Servicing Training,
৪) গরু,ছাগল, হাঁস, মুরগি পালন প্রশিক্ষণ-Cow, Goat, duck, poultry Training.
৫) কৃষি কর্মসংস্থান-Agricultural employment.
জনসেবা যুব কল্যাণে আমরা সংগঠনের সম্মানিত সভাপতি মোঃ তাহের বলেন, বেকার নারী পুরুষদের জন্য বিভিন্ন কর্মসংস্থান মূলক প্রশিক্ষণ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যে সীতাকুন্ডে বিভিন্ন এলাকায় নারীদের সেলাই মেশিন প্রশিক্ষণের কাজ শুধু হয়েছে। যারা উল্লেখিত কর্মসংস্থান মূলক প্রশিক্ষণের গ্রহণ করতে ইচ্ছুক তারা যোগাযোগ করতে পারেন।
যোগাযোগের ঠিকানা: ইমন টেলিকম, বাড়বকুন্ড বাজার, সীতাকুন্ড, চট্রগ্রাম।
মোবাইল:
01825644477