মঠবাড়িয়ায় বাবা ছেলেকে হত্যা চেষ্টা মামলার ৪আসামী গ্রেফতার
স্টাফ রিপোর্টার : পিরোজপুরের মঠবাড়িয়ায় বাবা পরিতোষ চন্দ্র সিকদার ও ছেলে অসীম সিকদারকে হত্যা চেষ্টা মামলার ৪ আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার রাতে পুলিশ অভিযান চালিয়ে উপজেলার ছোট শৌলা গ্রাম থেকে তাদের গ্রেফতার করে। গ্রেপ্তারকৃতরা হলেন, বিপ্লব মালাকর, পরিতোষ মালাকর, নিরঞ্জন মালাকর ও মানিক মালাকর।
মামলা সূত্রে জানাগেছে, উপজেলার ছোট শৌলা গ্রামের পরিতোষ চন্দ্র সিকদারের ছেলে অসীম সিকদারের সাথে প্রতিবেশী মৃত রাখাল মালাকরের ছেলে পরিতোষ মালাকরের দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলে আসছিল। উক্ত বিরোধের জের ধরে গত ২৩ জুলাই দুপুরে পরিতোষ মালাকরের নির্দেশে পলাশ মালাকর, বিপ্লব মালাকর, যুগল দাস, নিরঞ্জন মালাকর, আশিষ হালদারের নেতৃত্বে ১৪/১৫ জনের একটি দল রামদাসহ দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে অসীম সিকদারের বসতঘরে জোরপূর্বক প্রবেশ করে অসীমকে ঘর থেকে উঠে বের করে লোহার রড, হাতুড়ি দিয়ে এলোপাথাড়ি পিটিয়ে গুরুতর জখম করে। এসময় অসীমের ডাকচিৎকার তার বাবা পরিতোষ চন্দ্র সিকদার তাকে বাঁচাতে এগিয়ে এলে সন্ত্রাসীরা তাকে কুপিয়ে গুরুতর জখম করে। পরে স্বজনরা বাবা ছেলেকে উদ্ধার করে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় আহত অসীম সিকদার বাদী হয়ে মঠবাড়িয়া থানায় ১০ জনকে নামীয় এবং ৪/৫ জনকে অজ্ঞাত আসামি করে একটি মামলা দায়ের করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা মঠবাড়িয়া থানার এসআই মানিক লাল জানান, এজাহার নামীয় চারজনকে গ্রেপ্তার করে শুক্রবার তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
মামলা সূত্রে জানাগেছে, উপজেলার ছোট শৌলা গ্রামের পরিতোষ চন্দ্র সিকদারের ছেলে অসীম সিকদারের সাথে প্রতিবেশী মৃত রাখাল মালাকরের ছেলে পরিতোষ মালাকরের দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলে আসছিল। উক্ত বিরোধের জের ধরে গত ২৩ জুলাই দুপুরে পরিতোষ মালাকরের নির্দেশে পলাশ মালাকর, বিপ্লব মালাকর, যুগল দাস, নিরঞ্জন মালাকর, আশিষ হালদারের নেতৃত্বে ১৪/১৫ জনের একটি দল রামদাসহ দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে অসীম সিকদারের বসতঘরে জোরপূর্বক প্রবেশ করে অসীমকে ঘর থেকে উঠে বের করে লোহার রড, হাতুড়ি দিয়ে এলোপাথাড়ি পিটিয়ে গুরুতর জখম করে। এসময় অসীমের ডাকচিৎকার তার বাবা পরিতোষ চন্দ্র সিকদার তাকে বাঁচাতে এগিয়ে এলে সন্ত্রাসীরা তাকে কুপিয়ে গুরুতর জখম করে। পরে স্বজনরা বাবা ছেলেকে উদ্ধার করে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় আহত অসীম সিকদার বাদী হয়ে মঠবাড়িয়া থানায় ১০ জনকে নামীয় এবং ৪/৫ জনকে অজ্ঞাত আসামি করে একটি মামলা দায়ের করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা মঠবাড়িয়া থানার এসআই মানিক লাল জানান, এজাহার নামীয় চারজনকে গ্রেপ্তার করে শুক্রবার তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
সংগ্রহীত:পিরোজপুর অনলাইন নিউজ