শারীরিক প্রতিবন্ধী আ: কুদ্দুস সাপোর্ট মানব কল্যাণ সংস্থার- সহযোগিতায় এখন মুদির দোকানের মালিক
সাপোর্ট প্রতিনিধি: তারিফ ইসলাম
শারীরিক প্রতিবন্ধী আ: কুদ্দুস পাঁচ সদস্যর পরিবার নিয়ে সংসার চালাতে হিমশিম খাচ্ছিলেন ।পরিবারে উপার্জন করার মতো পরিবারে কেউ ছিলো না । নিজেও শারীরিক প্রতিবন্ধী মাঝে মাঝে শাকপাতা বিক্রি করতেন এবং মানুষের সহযোগিতায় কোনক্রমে মানবতার জীবন যাপন করছিলেন-২-মেয়ে বড় তাদের পড়াশুনার খরচ সহ সংসার চালাতে হিমশিম খাচ্ছিলেন ,এই অবস্থায় তাকে ,সহযোগিতার জন্য এগিয়ে আসলেন সাপোর্ট মানব কল্যাণ সংস্থা। সংস্থার নির্বাহী পরিষদের নির্দেশক্রমে । আব্দুল কুদ্দুসের জন্য একটি মুদি প্লাস কাঁচামাল এর দোকানের ব্যবস্থা করে দেওয়া হয়।
সাপোর্ট মানব কল্যাণ সংস্থা পক্ষ থেকে আ: কুদ্দুস কে দোকান করে দেয়া হয়েছে আজ শুক্রবার (১৭জুলাই)। এই দোকান উদ্বোধন করেন
#পিরোজপুর জেলার পুলিশ এর গোয়েন্দা শাখার ইন্সপেক্টর হাসনাইন পারভেজ । সংগঠনের সিনিয়র সহ-সভাপতি জনাব নাছির উদ্দিন সিকদার (সাগর)।ও সাপোর্ট এর সাধারণ সম্পাদক সৈয়দ আহসান কবির।
এ ব্যাপারে সাপোর্ট এর সিনিয়র সহ-সভাপতি নাসির উদ্দিন শিকদার সাগর :- এই প্রতিবেদককে বলেন-শারীরিক প্রতিবন্ধী আ: কুদ্দুস এর জন্য চিত্রনায়ক জায়েদ খান সহ সবার সহযোগিতায় কিছু একটা করতে পেরেছি। তার চাওয়া পূরণ করতে পেরেছি এজন্য খুব ভালো লাগছে। তাকে আর অন্যের কাছে হাত পাততে হবে না। সংগঠনের সাধারণ সম্পাদক সৈয়দ আহসান কবীর:- বলেন :-আশা করি পরিবার নিয়ে ভালো থাকবেন তিনি। আমি চিত্রনায়ক জায়েদ খান কে ধন্যবাদ জানাবো সর্বদা আমাদের সাথে যোগাযোগ রেখেছেন ।আমি ধন্যবাদ জানাবো সংগঠনের উপদেষ্টা হাসান পারভেজ কে যে নিরলস পরিশ্রম করেছেন । আজকের প্রোগ্রামে সংগঠনের যারা উপস্থিত ছিলেন সংগঠনের সহ সভাপতি জাকারিয়া খান ইকবাল-যুগ্ন সাধারন সম্পাদক রানা আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট লুনা । প্রচার প্রকাশ দপ্তর সম্পাদক:-মো: নুর উদ্দিন ।
। সাধারণ পরিষদের সদস্য রিপন ও তামান্না তমা, মোঃ শামীম খান ও বিধান।