রক্তদাতা স্বেচ্ছাসেবক জামাল হোসাইন ও তার পুরা পরিবার করোনায় আক্রান্ত
খুলনা প্রতিনিধি :অনিকা আফরিন
খুলনার কাজী মাহামুদ উল্লাহ মেমোরিয়াল ব্লাড ব্যাংক এর সেচ্ছাসেবক জামাল হোসাইন ও তার পুরা পরিবার করোনায় আক্রান্ত হয়েছেন।
এই মানবতার ফেরিওয়ালা নিজ ও তার পরিবারের জন্য সকলে নিকট দোয়া চেয়েছেন।
ব্লাড ব্যাংক সাভাপতি বলেন আল্লাহ্ যেনো ভাইকে সুস্থ করে দেন। ও দেশের সকল করোনার রোগিকে দ্রুত সুস্থ করে দেন আমিন।