আমার দুইটি কিডনিই অকেজো সাহায্য চাই সীতাকুন্ডের- আজম
মোঃ মহিন উদ্দিন
চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়ীয়া ও বাড়বকুন্ড ইউনিয়নের ঠিক মধ্যবর্তী এলাকার নাম নডালিয়া।
সভ্য শান্ত ও গ্রামীন সবুজে ভরপুর নডালিয়া সত্যই সবদিক দিয়েই মনোমুগ্ধকর।
তার নৈসর্গিক সৌন্দর্যে মনপ্রাণ উৎসর্গিত হয় সর্বদাই।
তবে এমন সুন্দর একটি গ্রামের বেদনাও রয়েছে যথেষ্ট।
যার প্রামাণ্য দলিল হলো সে গ্রামের একটি উজ্জ্বল ভবিষ্যৎ প্রায় নষ্ট হওয়ার পথে।
যার ২ টি কিডনিই অকেজো হয়ে গেছে অনেক দিন পূর্বেই।
তাই তার জীবনবৃত্তান্ত তুলে ধরলাম ও সকলের নিকট মানবিক সাহায্য ছেয়েছি আমরা ।
যাতে করে সেই উজ্জ্বল জীবনে আবারো ফিরে আসে নতুন ও সুন্দরের অভিযানে।
নামঃ মুহাম্মদ আজম
বয়সঃ ২৬
পিতাঃ নুর মিয়া
বাড়িঃ কাবিল জমাদার বাড়ি
গ্রাম: নডালিয়া
বাড়বকুণ্ড, সীতাকুণ্ড, চট্টগ্রাম।
দুটি কিডনি দীর্ঘ দিন ধরে অকেজো হয়ে আছে। ডাক্তার অপারেশন করে কিডনি রিপ্লেসমেন্ট করতে বলেছেন অন্যথায় কিডনি ডায়ালাইসিস চালিয়ে যেতে বলেছেন। বর্তমানে মাসে ৪ বার কিডনি ডায়ালাইসিস করতে হচ্ছে। দীর্ঘদিন ধরে চিকিৎসা চালিয়ে তার পরিবার এখন প্রায় সর্বশান্ত হয়ে পড়েছে। আর্থিক অসচ্ছলতার দরুণ বর্তমানে চিকিৎসা বঞ্চিত হয়ে সে মৃত্যু পদযাত্রী। সে ব্যক্তিগত ভাবে সকল মানুষের কাছে মানবিক সাহায্যের আবেদন জানিয়েছে। কোন দানশীল ব্যক্তি দয়াময় হয়ে তাকে সাহায্য করতে চাইলে নিম্নোক্ত নাম্বারে যোগাযোগ করুন।
যোগাযোগঃ
রোগী নিজেই
+8801826129132 (বিকাশ পার্সোনাল)
★আমরা চাইলে তার স্বাভাবিক জীবন তথা সুস্থ জীবন ফিরিয়ে দিতে পারি ইনশাআল্লাহ★