জনসেবা যুব কল্যাণে আমরা সংগঠনের উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে বিরিয়ানি বিতরণ।
সীতাকুন্ড প্রতিনিধি: মোঃ মহিন উদ্দিন
চট্রগ্রামে সীতাকুন্ড উপজেলায় জনসেবা যুব কল্যাণে আমরা সংগঠনের উদ্যোগে রাস্তায় পড়ে থাকা মানুষের মাঝে বিরিয়ানি বিতরণ করা হয়েছে।
প্রতিদিনের মতো রাস্তায় পড়া থাকা সুবিধাবঞ্চিত অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।
আজ সীতাকুন্ড থেকে বার আউলিয়া পযর্ন্ত ৩৫ জনের হাতে খাবার বিতরণ করা হয়। আজ খাবার বিতরণে মোটর গাড়ি দিয়ে সহযোগীতা করেছেন মোঃ আব্দুল আলীম।
এছাড়া জনসেবা যুব কল্যাণে আমরা সংগঠনের উদ্যোগে মুমূর্ষ রোগীদের মাঝেও অক্সিজেন এর সেবা প্রদান করা হয়েছে।
সীতাকুন্ডে ৩নং পন্থিছিলা ইউনিয়ন, ৫নং বাড়বকুন্ড ইউনিয়নে মান্দারীটোলা, বাড়বকুন্ড চৌধুরী পাড়া গ্রামে মুমূর্ষ রোগী কে অক্সিজেন সেবা প্রদান করা হয়েছে।
জনসেবা যুব কল্যাণে আমরা সংগঠনের সভাপতি মোঃ তাহের বলেন, আমি আমাদের এই সেবাসমূহ সব সময় প্রদান করতে চাই। আমাদের সেবাসমূহ প্রদান করার জন্য সবার সহযোগীতা কামনা করছি।