আজ জগদীশপুর ব্লাড ব্যাংক এর পক্ষ থেকে আরো একজন রোগীর জীবন বাঁচাতে সাহায্য করলো
যশোর প্রতিনিধি : রুবেল হোসেন
আজ সোমবার ১৫/০৬/২০২০ করোনা ভাইরাস উপেক্ষা করে রক্ত যোদ্ধা রুবেল হোসেন এগিয়ে আসেন রক্ত দান করতে । খুলনা একটি হাসপাতালে এ ভর্তি একজন রোগীর অবনতি দেখা গেলে রক্ত যোদ্ধা মোঃ রুবেল হোসেন , (এডমিন – জগদীশপুর ব্লাড ব্যাংক চৌগাছা) ফোন পেয়ে সাথে সাথে এগিয়ে আসেন
জগদীশপুর ব্লাড ব্যাংক এর চেষ্টাই একজন মানুষ উপকৃত হলো
জগদীশপুর ব্লাড ব্যাংক চৌগাছা এর এডমিন মোঃ রুবেল হোসেন বলেন যতই ঝড় বৃষ্টি বাঁধা বিপত্তি মহামারী আসুক আমরা মানবতার সেবায় নিয়োজিত ছিলাম আছি থাকবো