ল্যাব টেকনোলজিস্ট সাঈদুর রহমান চৌধুরী জন্মদিনে আলিম উদ্দিন এর রক্তদান।
“সৃষ্টির সেবায় স্রষ্টার সন্তুষ্টি”
১৪ জুন রক্তদাতা দিবস,এটাকে সামনে নিয়ে শ্রদ্ধেয় বড়ভাই Saidur Rahman Choudhury উনার জন্মদিনকে স্মরণীয় করে রাখতে, একজন রক্তশূন্যতার রুগীকে মৌলভীবাজার সদর হাসপাতালে ১৩ তম বারের মতো নিজের এবি+ পজেটিভ রক্তদান করলেন প্রিয়ভাই S.A. Alim Khan
আজ একজন মানুষের জন্মদিন, অন্যদিকে রক্তদাতা দিবস,দুইটি মিলিয়ে প্রিয়-ভাইয়ের রক্তদানের মুহুর্তটি ছিলো অনেকটাই আনন্দের।
আলিম উদ্দিন ভাই বলেন একজন সাঈদুর রহমান ভাই যার জন্যই আজ আমি আলিম উদ্দিস সেচ্ছাসেবী প্লাটফর্মে আসতে পেরেছি,মানবতার সেবায় কাজ করার সুযোগ পেয়েছি,তার জন্মদিনে রক্তদান করে আমি খুবই আনন্দিত এবং এটাই আমার শেষ রক্তদান নয়,সর্বদাই মানুষের সেবায় নিয়োজিত থাকবো ইনশাআল্লাহ।
শুভ জন্মদিন+শুভ রক্তদান।
আল্লাহ তা’য়ালা উভয়ের নেক হায়াত বাড়িয়ে দিন,গ্রহীতাকে সুস্থ্যতার নেয়ামত দান করুন।