রক্তদাতা দিবস ও বাবার প্রথম মৃত্যুবার্ষিকী স্মরণীয় করে রাখতে মেয়ের রক্তদান।
স্টাফ রিপোর্টার: আব্দুস সামাদ।
“সৃষ্টির সেবায় স্রষ্টার সন্তুষ্টি”
১৪ জুন বিশ্ব রক্তদাতা দিবস,রক্তদাতা দিবসকে স্মরণীয় করে রাখতে এবং সামনের মাসের ২তারিখে বাবার ১ম মৃত্যুবার্ষিকী,বাবার মাগফেরাত কামনায় প্রথমবারের মতো একব্যাগ বি+ পজেটিভ রক্তদান করলেন প্রিয় আপু।
প্রথমবার রক্তদান করতে গিয়ে ফিরে আসেন তার হিমোগ্লোবিন কম ছিলো,আজ আবার প্রায় ২মাস পরে মুমূর্ষু রুগীর আত্নিয়ের কান্নায় রাতের মধ্যে একা সাহস করে গিয়ে রক্তদান করে আসেন।
রুগী ম্যানেজ করে দেয়ার জন্য এই কয়দিন আমাকে অনেক জ্বালাতন করেছেন,অবশেষে আজ দিয়ে দিলেন।
আজ প্রথমবারের মতো রক্তদান করে,রুগীর পরিবারের মানুষের মুখের হাসি দেখে এবং আজ রক্তদাতা দিবস এই দুইটা মিলিয়ে প্রিয়-আপুর রক্তদানের মুহুর্তটি ছিলো আনন্দের।
আপু বলেন রক্তদানের মতো মহৎ কাজে এতোটাই আনন্দ পাওয়া যায়,যা বলে বুঝানো যাবে না,আল্লাহ তা’য়ালা যতোদিন আমাকে সুস্থ্য অবস্থায় বাঁচিয়ে রাখবেন ততোদিন মানবতার সেবার রক্তদান করে যাবো ইনশাআল্লাহ।
আল্লাহ তা’য়ালা আপুকে সুস্থ্যতার সহিত নেক হায়াত বাড়িয়ে দিন,গ্রহীতাকে সুস্থ্যতার নেয়ামত দান করুন।