একজন হাফেজে কোরআন এর রক্তদান।
একজন হাফেজে কোরআন এর রক্তদান।
স্টাফ রিপোর্টার:আ.সামাদ
আজ প্রমি ডায়াগনস্টিক সেন্টার শমসেরনগরে একজন রক্তশূন্যতার রোগীকে ২য় বারের মতো এক ব্যাগ বি+ পজেটিভ রক্তদান করলেন খিদমাহ ব্লাড ব্যাংক কুলাউড়া উপজেলা শাখা’র অন্যতম সদস্য হাফেজ কামরুল ইসলাম নাজমুল।
সঙ্গে ছিলেন খিদমাহ কুলাউড়া শাখা’র অনলাইন গ্রুপের মোডারেটর মাহিদুল ইসলাম।
রক্তদাতা হাফেজে কোরআন প্রিয় কামরুল ইসলাম ভাই বলেন আমি আল্লাহ তা’য়ালার শুকরিয়া আদায় করি,আল্লাহ তা’য়ালা আমাকে রক্তদানের মতো মহৎকাজে লাগিয়েছেন।আমি দুয়া করি আল্লাহ তা’য়ালা রোগীকে শিফা’য়ে কামেলা দান করুন।
রুগীর লোক রক্তদাতা প্রিয় ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন আল্লাহ তা’য়ালা রক্তদাতা প্রিয় ভাইয়ের নেক হায়াত বাড়িয়ে দিন।