বিশ্ব রক্তদাতা দিবসে UNHCR BLOOD BANK এর সদস্য মোঃ মোবারক হোসেন রুবেল এর রক্তদান।
স্টাফ রিপোর্টার: মোঃমোশারফ হোসেন রানা
স্যালুট সেইসকল মানবপ্রেমি প্রিয় ভাই-বোনদের যারা দেশের এই কঠিন সময়ে এসেও মানবপ্রেমে উদ্ধ্বোদ্ধ্ব হয়ে রক্তদান করতেছেন।
আজ ১৪ই জুন বিশ্ব রক্তদাতা দিবসে জরুরী মুহূর্তে ১ম বারের মত নিজের A+ve রক্তদান করলেন UNHCR BLOOD BANK এর সদস্য এবং আমার আপন ছোট ভাই মোঃমোবারক হোসেন রুবেল।
আমি UNHCR BLOOD BANK পরিবারের পক্ষ থেকে ছোট ভাইয়ের জন্য দুয়া চাই এবং রুগীর সুস্থ্যতা কামনা করেন।
রোগীর লোকেরা রক্তদাতার প্রতি সন্তোষ্টি প্রকাশ করেছেন এবং তার জন্য দোয়া কামনা করেছেন।
রক্তদাতা মোঃমোবারক হোসেন রুবেল বলেন আল্লাহ তা’য়ালা যতদিন আমাকে রক্তদান করার মতো ক্ষমতা রাখবেন, ততোদিন আমি অসহায়-মূমুর্ষু রোগীদের রক্তদান করে যাবো ইনশাআল্লাহ।