একই দিনে একসাথে খিদমাহ শাহপরান শাখার সদস্য দুই বোনের রক্তদান।
স্টাফ রিপোর্টার: আব্দুস সামাদ।
স্যালুট সেইসকল মানবপ্রেমি প্রিয় ভাই-বোনদের যারা দেশের এই কঠিন সময়ে এসেও মানবপ্রেমে উদ্ধ্বোদ্ধ্ব হয়ে রক্তদান করতেছেন।
আজ জরুরী মুহূর্তে রক্তদান করলেন খিদমাহ ব্লাড ব্যাংক শাহপরান রহঃ থানা শাখার অন্যতম সদস্য দুই সহোদর বোন Sufia Jahan Muhit ও Nargis Jahan Muhit
খিদমাহ শাহপরান থানা শাখার পরিচালক মাওলানা মাহবুব রাব্বানী তাদের দুই বোনের জন্য দুয়া চেয়েছেন এবং রুগীর সুস্থ্যতা কামনা করেন।
রোগীর লোকেরা তাদের দুইবোনের সন্তোষ্টি প্রকাশ করেছেন এবং তাদের জন্য দোয়া কামনা করেছেন।
রক্তদাতা সহোদর দুইবোন বলেন আল্লাহ তা’য়ালা যতদিন আমাদেরকে রক্তদান করার মতো ক্ষমতা রাখবেন, ততোদিন আমরা অসহায়-মূমুর্ষু রোগীদের রক্তদান করে যাবো ইনশাআল্লাহ।