বাগেরহাট ব্লাড ব্যাংকের রক্তদান
বাগেরহাট প্রতিনিধি:এম জাহিদ
সারা দুনিয়া যখন করনা ডেঙ্গু আতঙ্ক,তখনও থেমে নেই স্বেচ্ছায় রক্তদান।
জরুরী মুহূর্তে রক্তদান করলে রক্তযোদ্ধা মোঃ ইমরান । তার রক্তের গ্রুপ বি পজেটিভ। থ্যালাসেমিয়া রোগীকে। তিনি বাগেরহাট সদর হাসপাতালে রক্তদান করেন।
এতে রুগীর লোকেরা সন্তোষ প্রকাশ করেছেন এবং তার জন্য দোয়া কামনা করেছেন।
মোঃ ইমারান ভাই বলেন আল্লাহতালা যতদিন আমাকে রক্ত দান করার মত ক্ষমতা রাখবে ততদিন আমি রক্ত দান করে যাব মানুষের জন্য।