Home নিখোঁজ সংবাদ পিরোজপুরে গত ছয় বছর ধরে সন্তানকে খুজছেন এক অভাগী পিতা-মাতা।

পিরোজপুরে গত ছয় বছর ধরে সন্তানকে খুজছেন এক অভাগী পিতা-মাতা।

169
0

নিখোঁজ সংবাদ!! নিখোঁজ সংবাদ!! নিখোঁজ সংবাদ!!
গত ছয় বছর ধরে সন্তানকে খুজছেন এক অভাগী পিতা-মাতা। হারিয়ে যাওয়া ছেলেটির নাম ফেরদাউস মোল্লা বয়সঃ১০বছর ;পিতাঃমালেক মোল্লা, ঠিকানা,গ্রাম ধুপপাসা-পিরোজপুর জেলা সদর -বরিশাল বিভাগে ,, ছেলেটির স্বজনরা জানান গত ছয় বছর আগে ঐ ছেলেটি পিরোজপুরের ধুপপাশা হাফিজি মাদ্রাসায় হেফজ বিভাগে পরতেন। মদ্রাসা থেকে একই মাদ্রাসার ছাত্র তার বন্ধুর বাসার যাওায়ার সময় হারিয়ে যায় বলে জানা গেছে , পরে ৬টি বছর কেটে গেছে তবু খোঁজ মেলেনি আদরের সন্তানের ছবিও নষ্ট হয়ে গেছে তাতে কি হয়েছে মন থেকে নস্ট হয়নি ছেলের ছবি,।। ছেলেটির বিশেষ চিহ্ন যা সচারাচর দেখাযায় না যা হলে হাতের শাহাদাত আঙ্গুল ও মধ্যমা আঙুল যমজ ছিল( 🤞🤞) এভাবে। দয়া করে যদি এমন জমজ আঙ্গুল ওয়ালা ছেলে ছোখে পড়ে অবশ্যই তার পিতার নাম্বারে যোগাযোগ করুন দয়াকরে। ছেলেটির বর্তমানে ১৬বছর বয়সের।

যোগাযোগ
01931832634

তুচ্ছ নয় রক্তদান বাঁচাতে পারে একটি প্রান

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here