খিদমাহ কুলাউড়া শাখার রক্তদান
খিদমাহ কুলাউড়া শাখার রক্তদান
করিলে রক্তদান বাঁচিবে একটি প্রাণ, আপনার রক্ত দিয়ে আরেকটি জীবন বাঁচান।
আজ মানবতার ডাকে সাড়া দিয়ে ৩য় বারের মত একব্যাগ (A+ve) রক্তদান করলেন সাঈদুর রহমান।
রক্তদানের সময় হলেই সংগঠনের সাথে সর্বদা যোগাযোগ করে,বলে রুগী খুজে দেন আমার সময় হয়ে গেছে।
আজ বিকেলে সংগঠন দিয়ে ফোন দেয়ার সাথে সাথেই রওয়ানা হয়ে গেলেন রক্তদানে।
স্যালু জানিয়েছে কুলাউড়া শাখা প্রধান এবং বলেন আল্লাহ তা’য়ালা গ্রহীতাকে সুস্থ্যতার নেয়ামত দান করুন,এবং রক্তদাতা মায়ার ভাইকে জাযায়ে দান করুন।