সীতাকুন্ডুতে করোনা উপসর্গ নিয়ে এক হিন্দুর মৃত্যু ।
সীতাকুণ্ড প্রতিনিধি:মহিন
চট্রগ্রামে সীতাকুন্ডে করোনা উপসর্গ নিয়ে গতকাল পঙ্কজ দাস নামে একজনের মৃত্যু হয়েছে।
সীতাকুন্ডে ৫নং বাড়বকুন্ড ইউনিয়নে আনোয়ারা গ্রামে শীল বাড়ি ( কাশেম সাহেবের সামনের বাড়ি) তে ভাড়া থাকতেন তিনি। পঙ্কজ দাস ফেনী মুহুরীগঞ্জে পি এইচ পি তে সিকিউরিটি হিসেবে চাকুরি করতেন। দেশের বাড়ি রাঙ্গুনিয়া।
১৫ দিন যাবত গায়ে জ্বর থাকার পরে ও পরিবারের লোকেরা তাকে বাড়িতে আসতে বলেছে। নিজ গাফলতির কারণে বাড়িতে আসা হয় নি তার। গত পরশু বাড়ি আসার পরে আশেপাশের ভাড়াটিয়া যারা ছিল তারা তাকে বের করে দেয়। এরপরে তিনি বড় কুমিরা এক আত্মীয়ের বাড়িতে চলে যায়।
গতকাল সকালে সীতাকুন্ডে করোনা উপসর্গ নিয়ে সীতাকুন্ড স্বাস্থ্য কমপ্লেক্সে মারা যান তিনি।
এই নিয়ে সীতাকুন্ডে মোট করোনা শনাক্ত হয়েছে ১২৩ জন,মোট মৃত্যু ৬ জনের।