ঘূর্ণিঝড় আম্ফানে ক্ষতিগ্রস্তদের পাশে -সাতক্ষীরা ব্লাড ব্যাংক
সাতক্ষীরা জেলা প্রতিনিধি:একরামুল হক
ঘূর্ণিঝড় আম্ফানে ক্ষতিগ্রস্ত
সাতক্ষীরার,শ্যামনগরের,গাবুরা ইউনিয়নে খাদ্য সহায়তার জন্য আজ চাল ১০০০ কেজি, ডাল ১০০ কেজি, চিনি১০০ কেজি, চিড়া ১০০ কেজি, সয়াবিন তেল ২০০ পিস হাফ লিটার, টোস্ট বিস্কুট ২০০ প্যাকেট সংগ্রহ করা হয়।
আল্লাহর রহমতে সব কিছু ঠিক থাকলে আগামী বৃহস্পতিবার সকাল বেলা স্বপ্নিলের স্বেচ্ছাসেবীরা ও Satkhira Blood Bank-সাতক্ষীরা ব্লাড ব্যাংক এর স্বেচ্ছাসেবকরা গাবুরাতে গিয়ে খাদ্য সামগ্রী বিতরন করবেন।বলে জানান সাতক্ষীরা ব্লাড ব্যাংকের এ্যাডমিন প্যানেল,
সাতক্ষীরা ব্লাড ব্যাংকের এ্যাডমিন আক্তারুজ্জামান বলেন,#যদি_কোন_সংগঠন_ও_বিশেষ_কোন_ব্যক্তি যদি নিজ উদ্দেগ্য ক্ষতিগ্রস্ত মানুষের জন্য সাহায্য সহযোগীতা করতে চান । অাপনি বা অাপনারা যদি দ্রব্য সামগ্রী বাজার করে দিতে পারেন তবে সাতক্ষীরা ব্লাড ব্যাংক স্বেচ্ছাসেবকগণ সর্বোচ্চ সার্বিক সহযোগীতা করবে সরবাহ করতে পারবে।