এবারের দাখিল পরীক্ষায় দেশ সেরা ঝালকাঠি’র “এনএস কামিল মাদ্রাসা”
ঝালোকাঠি প্রতিনিধি :শহিদুল ইসলাম সোহাগ
মাদ্রাসা বোর্ডে দেশের সেরা হয়েছে ঝালকাঠির “এনএস কামিল মাদ্রাসা”। এ মাদ্রাসা থেকে ২৫৩ জন পরীক্ষায় অংশ নিয়ে ১৫২ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে। এছাড়াও শতভাগ পাসের গৌরব অর্জন করেছে প্রতিষ্ঠানটি।
মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা গাজী শহিদুল ইসলাম জানান,বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত আযীযুর রহমান কায়েদের প্রতিষ্ঠিত মাদ্রাসা থেকে এ বছর দাখিল পরীক্ষায় ২৫৩ জন পরীক্ষার্থী অংশ নেয়। আর পরীক্ষায় সবাই পাস করে। মাদ্রাসাটির শতকরা ৬১ শতাংশ পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।
তিনি জানান,দারুন্নাজাত আলিয়া মাদ্রাসা থেকে ৫৪২ জন দাখিল পরীক্ষায় অংশ নিয়ে ২৭৯ জন জিপিএ-৫ পেয়েছে। প্রতিষ্ঠানটিতে শতকরা ৫২ শতাংশ হারে পরীক্ষার্থীরা জিপিএ-৫ পেয়েছে। এছাড়া তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা থেকে ৮৩১ জনে অংশ নিয়ে ৩৯১ জন জিপিএ-৫ পেয়েছে। প্রতিষ্ঠানটি জিপিএ-৫ প্রাপ্তিতে শতকরা ৪৭ শতাংশ উন্নীত হয়েছে। আর দাখিল পরীক্ষার ফলে গড় হিসাবে শীর্ষ অবস্থানে থেকে এনএস কামিল মাদ্রাসা দেশসেরার গৌরব অর্জন করেছে।
এছাড়াও শহরের ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসায় ৩১ জন পরীক্ষার্থী দাখিল পরীক্ষায় অংশ নেয়। আর উত্তীর্ণ ২৭ জন হয়েছে। কুতুবনগর আলিম মাদ্রাসা থেকে ১২ জন অংশগ্রহণ করে শতভাগ উত্তীর্ণ হয়েছে। সদর উপজেলার নওপাড়া সিনিয়র মাদ্রাসা থেকে ২০ জন অংশগ্রহণ করে। প্রতিষ্ঠানটি সন্তোষজনক ফল পেয়েছে বলে জানা গেছে।
এদিকে এসএসসি পরীক্ষায় ঝালকাঠি সরকারি হরচন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ২২০ জন অংশ নিয়ে ২১৫ জন কৃতকার্য হয়েছে। এদের মধ্যে ৫৩ জন জিপিএ-৫ পেয়েছে। সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ২০৫ জন পরীক্ষায় অংশ নিয়ে ২০৪ জন উত্তীর্ণ হয়েছে। এদের মধ্যে ৬৯ জন জিপিএ-৫ অর্জন করেছে।