নীলফামারীতে নতুন করে আরো ১০র্যাব সদস্য করোনা আক্রান্ত
নীলফামারী প্রতিনিধি :শাহিন
আজ নীলফামারীতে নতুন করে আরো ১০ জন র্যাব সদস্য করোনায় আক্রান্ত হয়েছে।উল্লেখ্য যে এর পূর্বেও ৯ জন র্যাব সদস্যের শরীরে করোনা সনাক্ত হয়েছিল।জেলায় এ নিয়ে মোট ১৯ জন র্যাব সদস্যের শরীরে করোনা পজিটিভ আসলো।
আজ বৃহস্পতিবার নীলফামারীর সিভিল সার্জন রণজিৎ কুমার বর্মন নতুন করে আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেন।
জেলায় সব মিলিয়ে মোট করোনা রোগীর সংখ্যা ১০৮ জন।
জেলা সাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে নতুন করে করোনা সনাক্ত ১০ জনের মধ্যে নীলফামারী শহরের র্যাব ১৩ এর সিপিসি-২ ক্যাম্পের ১০ জন রয়েছেন।
সূত্রমতে,উক্ত ক্যাম্পের ৬৩ জন র্যাব সদস্যের ৬৩ জন সদস্যের নমুনা সংগ্রহ করে বুধবার ঢাকায় পাঠানো হয়।
যেখান থেকে ১০ জনের করোনা পজিটিভ আসে।
সূত্রটি জানায় নতুনভাবে আক্রান্ত এসব সদস্যদের রংপুর র্যাব -১৩ এর নিজস্ব আইসোলেশনে নেয়া হচ্ছে।তবে পূর্বের আক্রান্ত ৯ জন কে নীলফামারী আধুনিক সদর হাসপাতালের আইসোলেশনে রাখা হয়েছে।