দেশের এই ক্রান্তিলগ্নে মানবিক কর্মকান্ডে থেমে নেই ইউ এস এফ ব্লাড ব্যাংক
চট্টগ্রাম লোহাগাড়া:ফারিকুল আজম
দেশের এই ক্রান্তিলগ্নে মানবিক কর্মকান্ড থেমে নেই চট্টগ্রামের লোহাগড়ায় USF Blood Bankনামে একটি স্বেচ্ছাসেবি সামাজিক সংগঠন নগরিতে জীবাণুনাশক স্পে করেছে।
এতে সহোযোগিতা করেছেন,USF BLOOD BANK এর স্বেচ্ছাসেবক ইকবাল হোসেন, জালাল উদ্দীন, তারেকুল ইসলাম, সামির, সোহেল উদ্দীন , সাকিল, ফরহাদ, ফরহান ছাদেক ইমন, ইসমাইল, হাসান আল মামুন সহ অনেকে।
এতে নগরবাসী খুশি ও মানবিক কাজ চলিয়ে যেতে বলেছে।
সংগঠনের স্বেচ্ছাসেবকরা জানান তারা এই মহৎ কাজে অংশ নিতে পাড়ায় অনিন্দিত সামনে তারা স্বেচ্ছাসেবি কাজ করে যাবে বলে আশ্বাস দেন।