হাফেজে কুরআন আব্দুস শুক্কুর এর রক্তদান
“আমার রক্তে বাচলে প্রাণ”
“করবো না কেন রক্তদান”
ঈদের পরে যখন সকলেই ঈদের আনন্দ নিয়ে ব্যস্তময় সময় কাটাচ্ছে।
সেই সময়ে একজন রক্তযোদ্ধা ভাই একটি জীবন বাঁচাতে রক্তদান করে আনন্দিত হয়।
“সৃষ্টির সেবায় স্রষ্টার সন্তুষ্টি”এই লক্ষ্য-উদ্দেশ্য কে সামনে নিয়ে
পবিত্র এই ঈদুল ফিতর উপলক্ষে মুসলিম এইড হাসপাতাল ব্রাম্মণবাজারে একজন সিজার পরবর্তী রোগীকে চতুর্থ বারের মতো এক ব্যাগ (বি পজিটিভ) রক্তদান করলেন খিদমাহ ব্লাড ব্যাংক কুলাউড়া শাখার অন্যতম সদস্য প্রিয়ভাই হাফেজ আব্দুস শুকুর।
সঙ্গে ছিলেন খিদমাহ ব্লাড ব্যাংক কুলাউড়া শাখার সহকারী পরিচালক আব্দুস সামাদ তানভীর।
আব্দুস সামাদ তানভীর বলেন আল্লাহ রোগীকে শিফা দিন, এবং রক্তদাতাকে জাযায়ে খায়ের দান করুন।
রক্তদাতা হাফেজ আব্দুস শুকুর ভাই বলেন আমি চতুর্থ বারের মতন আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি যে রক্ত দান করে মুমূর্ষ মানুষের পাশে দাঁড়াতে পেরেছি। এবং আমি সামনে এই কার্যক্রমের সাথে সংযুক্ত থাকবো এই আশ্বাস দিচ্ছি।