শ্রীমঙ্গলে করোনায় মৃত ব্যক্তির লাশ কাফন-দাফন করেছে ইকরামুল মুসলিমিন ফাউন্ডেশন।
স্টাফ রিপোর্টার:আব্দুস সামাদ
ইকরামুল মুসলিমীন ফাউন্ডেশন মৌলভীবাজার জেলা টিম,আজ শ্রীমঙ্গলে করোনায় মৃত জনাব আব্দুল আহাদ কমিশনারের দাফন-কাফন সম্পন্ন করে। জেলা টিম প্রধান মাওঃ এহসানুল হক জাকারিয়ার নেতৃত্বে ও ইমামতিতে দাফন-কাফনের সার্বিক কাজ সম্পাদন করা হয়। শ্রীমঙ্গল উপজেলা টিম প্রধান মাওঃ এম এ রহিম নোমানী তাদের সাথে সার্বিক যোগাযোগ রাখেন। এতে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা টিম সহকারী মাওঃ জুনায়েদ আহমদ জুনেদ, সদস্য সাংবাদিক জালাল আহমদ, মহসিন আহমদ,হেলাল, হাঃ আব্দুর রাজ্জাক, মোহঃ হারুন মিয়া।
ইকরামুল মুসলিমিন ফাউন্ডেশন মৌলভীবাজার জেলা টিম প্রধান মাওলানা এহসানুল হক জাকারিয়া বলেন মৌলভীবাজার জেলার যেকোনো জায়গাতে কোনো লোক করোনায় মারা গেলে দাফন-কাফনে ইকরামুল মুসলিমীন ফাউন্ডেশন মৌলভীবাজার জেলা শাখা সর্বদা প্রস্তুত রয়েছে। তিনি মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন। ও সবাইকে ঘরে থাকতে, সুস্থ থাকতে বলেছেন দরবারে প্রার্থনা করতে বলেছেন।